সব বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের নির্দেশ

দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই সেসব বিদ্যালয়ে অবিলম্বে শহীদ মিনার নির্মাণ করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)আজ বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।এতে বলা হয়, দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সে সকল মাধ্যমিক বিদ্যালয়ে স্ব স্ব ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করে তার ছবিসহ তথ্য আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২)–এর কার্যালয়ে পাঠাতে হবে। তবে এখন পর্যন্ত দেশের কতগুলো বিদ্যালয়ে শহীদ মিনার নেই সেই তথ্য জানাতে পারেননি মাউশির কর্মকর্তারা। amazing)

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *