লক্ষ্মীপুরে জোড়া খুন, অস্ত্রসহ আরও ২ আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জোড়া খুনের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম ও নোয়াখালীর চাটখিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার ও এলজি উদ্ধার করা হয়েছে।তারা হচ্ছেন প্রধান আসামি আবুল কাশেম জিহাদীর অন্যতম সহযোগী রাকিব হাসান ওরফে শুটার রাবিক ও মো. লিটন প্রকাশ চাঁন মিয়া। বিকেলে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালতের বিচারক চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।আজ (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়ে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘আলোচিত জোড়া খুনের মামলায় রাকিব হাসান ওরফে শুটার রাকিব ও লিটন ওরফে চাঁন মিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এই দুই জনসহ মামলায় মোট ১৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে দেওয়ান ফয়সাল ও আলমগীর হোসেন ওরফে কদু আলমগীর হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিরা বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছে। রিমান্ডে থাকা আসামিরা হত্যাকাণ্ডের সম্পর্কে নতুন অনেক তথ্য দিয়েছে। এ ছাড়া প্রধান আসামির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।’ প্রধান আসামিকে খুবই শিগগির গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।উল্লেখ্য, গত ২৫ এপ্রিল রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে জেলা যুবলীগের সাবেক সম্পাদক নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে হত্যা করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা নোমানকে মৃত ঘোষণা করেন। ছাত্রলীগ নেতা রাকিবকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান।পর দিন ২৬ এপ্রিল নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম জিহাদীকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনসহ ৩৩ জনকে আসামি করা হয়। awesome)

About admin

Check Also

চেনা চরিত্রে হলিউডে সামান্থা

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয় করে ভারতজুড়ে জনপ্রিয়তা পান দক্ষিণের নায়িকা সামান্থা রুথ প্রভু। সম্প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *