মানব পাচারের গল্প নিয়ে ‘সদরঘাটের টাইগার ২’

ওয়েব সিরিজ নিয়ে দর্শকের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। এ কারণে নির্মাতারাও ঝুঁকছেন সিরিজগুলোর সিক্যুয়েল নির্মাণে। এবার আসছে বাংলাদেশে ওটিটি যাত্রার প্রথম দিকের আলোচিত সিরিজ ‘সদরঘাটের টাইগার’-এর দ্বিতীয় সিজন। তিন বছর আগে মুক্তি পাওয়া সিরিজটি নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। সিরিজটির পক্ষে-বিপক্ষে যুক্তিতর্কে শামিল হয়েছিলেন দর্শক থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের মানুষেরাও।সুমন আনোয়ারের পরিচালনায় এবারও সিরিজের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শ্যামল মাওলা। প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন সিজনের কাহিনি। তবে এবার গল্পের বিষয় মানব পাচার, জানালেন নির্মাতা সুমন আনোয়ার। তিনি বলেন, ‘যেহেতু এটা প্রথম পর্বের সিক্যুয়েল, তাই আগের পর্বের অমীমাংসিত অনেক কিছু খোলাসা হবে। তবে দ্বিতীয় পর্বের গল্পটি তৈরি হয়েছে মানব পাচারকে কেন্দ্র করে। আরও চমক রয়েছে। সেটি জানতে মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।’জানা গেছে, ২৫ মে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ‘সদরঘাটের টাইগার ২’। শ্যামল মাওলা ছাড়া আরও অভিনয় করেছেন ফারহানা হামিদ, আরমান পারভেজ মুরাদ, আরফান মৃধা শিবলু, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু প্রমুখ। প্রযোজনায় রয়েছেন হাসিবুল হাসান। সিরিজটির তৃতীয় পর্বও আসবে বলে জানিয়েছেন সুমন আনোয়ার। সেটি দিয়ে শেষ হবে সদরঘাটের টাইগারের গল্প। awesome)

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *