বাবা হচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা

অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল বাবা হতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে ম্যাক্সওয়েল-ভিনি রমন দম্পতির সংসারে নতুন সদস্যের আগমন ঘটতে পারে।

২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডারের সঙ্গে বিয়ে হয় ভারতীয় নারী ভিনি রমনের। বৃহস্পতিবার ভিনি জানান পুত্রসন্তান আসতে চলেছে তাদের ঘরে।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভিনি রমন লেখেন- সেপ্টেম্বর মাসে গ্লেন এবং আমার সন্তানের জন্ম হবে। এ সফরটা খুব সহজ ছিল না। আমি জানি এই পোস্টটি তাদের জন্য খুব কষ্টের যারা অপেক্ষা করে রয়েছেন এমন দিনের। সেই সব পরিবারের পাশে আছি আমরা, যারা সন্তান হারিয়েছেন। আমি জানি এই কষ্ট কতটা।

গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলের চলতি আসরে খেলছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ১১ ম্যাচে ৩৩০ রান করেছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৩ বলে খেলেন ৬৮ রানের ঝলমলে ইনিংস।

আইপিএলে বেঙ্গালুরু ছাড়াও পাঞ্জাবের হয়ে খেলেছেন ম্যাক্সওয়েল। আইপিএলে এখনো পর্যন্ত ১২১টি ম্যাচ খেলে ২ হাজার ৬৪৯ রান করেছেন ম্যাক্সওয়েল।

amazing)

About admin

Check Also

রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর ওয়ারীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবারদিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *