বগুড়ার ধুনটে বাবা-মায়ের সঙ্গে খড়ের পালা ঠিক করার সময় বজ্রপাতে রহমান আলী জোহা মণ্ডল (১০) নামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রামে বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় শিশুর বাবা-মা জ্ঞান হারিয়ে ফেলেন। ধুনট থানার ওসি রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
পুলিশ, স্বজন ও গ্রামবাসী জানান, মৃত শিশু রহমান আলী জোহা মণ্ডল ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রামের আলম মণ্ডলের ছেলে। সে স্থানীয় রতনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বৃহস্পতিবার বিকাল ৪টার একটু আগে ঝড়োহাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় তার বাবা ও মা বাড়ির উঠানে খড়ের পালা ঠিক করতে শুরু করেন। শিশুসন্তান জোহাও তাদের সহযোগিতা করছিল।
খবর পেয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম ও নিমগাছী ইউনিয়নের চেয়ারম্যান সনিতা নাসরিন ঘটনাস্থলে আসেন।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু জোহা মণ্ডলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি ফান্ড থেকে শিশুটির পরিবারকে আপাতত ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসক আরও সহযোগিতা করবেন।
Great)