পিক্সেল ফোল্ড ও পিক্সেল ৭এ-এর দাম জানাল গুগল

আই/ও সম্মেলনে পিক্সেল ফোল্ড ও পিক্সেল ৭এ আনার ঘোষণা দিয়েছে গুগল। ফোন দুটির দামও জানিয়েছে প্রতিষ্ঠানটি। পিক্সেল ফোল্ড নিয়ে অনেক দিন ধরেই চলছিল গুঞ্জন। সম্প্রতি টুইটারে পিক্সেল ফোল্ডের ছবি প্রকাশ করে গুগল।   প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, পিক্সেল ফোল্ডের দাম পড়বে ১ হাজার ৭৯৯ ডলার। এ ছাড়া, পিক্সেল সিরিজের নতুন ফোন ‘পিক্সেল ৭এ’–এর দাম পড়বে ৪৯৯ ডলার।এদিকে, জানা গিয়েছে পিক্সেল ফোল্ডের সম্ভাব্য কনফিগারেশন। ইভান ব্লাস নামের এক টুইটার অ্যাকাউন্টের বরাতে দ্য ভার্জ জানিয়েছে, পিক্সের ডিসপ্লে লম্বায় ৫ দশমিক ৫ ইঞ্চির হবে, এবং ৩ দশমিক ১ ইঞ্চি চওড়া হবে। প্রসেরর হিসেবে থাকছে গুগলের টেনসর জি২ এসওসি।ফোনে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার পাশাপাশি এটিতে ফেস আনলকের সুবিধাও থাকবে। ব্যাটারি ২৪ ঘণ্টার বেশি প্লেব্যাক সময় এবং ৭২ ঘণ্টা স্ট্যান্ডবাই থাকবে বলে জানা যায়। awesome)

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *