খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান নামক স্থানে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে অ্যাম্বুলেন্সে থাকা প্রসূতির জামাতা ও একজন রক্তদাতার মৃত্যু হয়।আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম। তিনি জানান, গতকাল সাতক্ষীরা মেডিকেলের প্রসূতি ওই নারী তার গর্ভের সন্তান ও নবজাতক সহ মারা যান। পরে রাতে খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর জামাতা ও একজন রক্তদাতার মৃত্যু হয়েছে। গর্ভজাত সন্তানসহ দুর্ঘটনায় ঝরল পাঁচ প্রাণ। নিহতেরা হলেন—সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তাঁর গর্ভজাত ও সদ্যভূমিষ্ঠ নবজাতক, তাঁর জামাতা-সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের নেছার উদ্দীনের ছেলে ডালিম হোসেন (৪০) এবং আশাশুনির উজিরপুরের এলাকার রক্তদাতা তাজিজুল ইসলাম (২৭)। গতকাল বুধবার আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুনের গর্ভের যমজ সন্তানের একটি ভূমিষ্ঠ হলেও আরেকটি না হওয়ায় তাঁকে অ্যাম্বুলেন্স করে নেওয়া হচ্ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সঙ্গে ছিলেন তার জামাতা, দুজন রক্তদাতাসহ স্বজনেরা। দুপুর ৩টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা মির্জাপুর শ্মশান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারায় প্রসূতি নারী এবং তাঁর গর্ভজাত ও সদ্যভূমিষ্ঠ কন্যাসন্তান। এ দিন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকাত হোসেন মা ও নবজাতকের মৃত্যু নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে খুলনায় পাঠানো হয়েছে বলে জানান। সেই সঙ্গে নিহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটো জব্দ করা করার বিষয়টিও জানান তিনি। amazing)
Check Also
আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার
বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …