জঙ্গি মায়মুনের বাসায় যাতায়াত ছিল মেজর জিয়ার: র‍্যাব

‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মায়মুনের সঙ্গে চাকরিচ্যুত মেজর জিয়ার ভালো সম্পর্ক ছিল। তাঁর সিলেটের বাসায় জিয়ার যাতায়াত ছিল। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।খন্দকার মঈন বলেন, সিলেটে গ্রেপ্তার জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মায়মুনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের মধ্যে ঢাকার কেপিআই ভুক্ত এলাকায় হামলার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তিনি জানিয়েছেন, জঙ্গি সংগঠনের সদস্যরা নিজেরা সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে তাঁরা ছন্নছাড়া অবস্থায় রয়েছে। তাই পূর্ববর্তী জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল তাঁরা।র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার আব্দুল্লাহ মায়মুন আনসার আল ইসলামের নেতা চাকরিচ্যুত মেজর জিয়ার সঙ্গে ভালো সম্পর্কের কথা জানান। প্রাথমিকভাবে তিনি নতুন জঙ্গি সংগঠনকে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে বলেও জানা যায়। তবে এখনই তাদের কোনো ধরনের নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া যায়নি। awesome)

About admin

Check Also

https://www.ajkerpatrika.com/277196/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0

amazing)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *