ঘূর্ণিঝড় মোখা থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য রক্ষায় চট্টগ্রাম চেম্বার সভাপতির পরামর্শ 

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য রক্ষায় ব্যবসায়ীদের আগাম প্রস্তুতি নিতে বলেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই পরামর্শ দেন। এ সময় চেম্বার সভাপতি প্রস্তুতির অংশ হিসেবে গুদামের ফটকে ইট-সিমেন্টের শক্ত প্রতিরোধক দেয়াল দিতে পরামর্শ দেন। তিনি বলেন, জোয়ার ও জলোচ্ছ্বাসের পানি গুদামে যেন ঢুকতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে। শুক্র ও শনিবারের মধ্যে এ কাজটি করে ফেলতে হবে। এদিকে গতকাল বুধবার চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করার অংশ হিসেবে চাল ও নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোখায় সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক চাহিদা মেটানোর লক্ষে ইতিমধ্যে বিদ্যমান আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা  হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিত করে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের লক্ষে প্রস্তুত রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের পক্ষ থেকে জানানো হয়েছে। amazing)

About admin

Check Also

কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর বংশালে নিমতলি এলাকার একটি বাসায় ওয়াসিম রানা (২৯) নামে এক ছাত্রলীগ নেতার অস্বাভাবিক মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *