গাজীপুরে নৌকার জয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সুজিত রায় নন্দী

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অ্যাডভোকেট আজমত উল্লা খানকে নৌকা প্রতীকে জয়ী করতে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গাজীপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবেচিন্তে সৎ-যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে কোনাবাড়ি আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই।

তিনি বলেন, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক- মনে রাখতে হবে নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্তার প্রতীক- তাই আমার অনুরোধ গাজীপুরে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং মো. আনিসুর রহমান মাস্টারের সঞ্চলনায় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আসাদুল্লাহ আসাদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার।

এ সময় কোনাবাড়ি থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।

awesome)

About admin

Check Also

ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩৩

ভারতের উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতার হাওড়া ও চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। এতে নিহতের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *