কাদের মির্জাকে মাদক বেচা-কেনার তথ্য দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে মাদক বেচা-কেনা এবং সেবনকারীদের তথ্য দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় জিয়ারুল ইসলাম সাগর (৪২) নামে এক ব্যবসায়ী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার বিকালে ব্যবসায়ী সাগর বসুরহাট পৌরসভা ৫নং ওয়ার্ড এলাকার শুঁটকি ব্যাপারীবাড়ির চৌরাস্তা দিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাং সদস্যরা এ হামলার ঘটনা ঘটায়।

এ ঘটনায় আহত ব্যবসায়ী জিয়ারুল ইসলাম সাগর বাদী হয়ে বুধবার রাতে কোম্পানীগঞ্জ থানায় ৭ কিশোর গ্যাং সদস্যের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হচ্ছে- বসুরহাট পৌরসভা ৫নং ওয়ার্ডের শুঁটকি ব্যাপারীবাড়ির মৃত আবদুর রাজ্জাকের ছেলে রাকিব (২০), মৃত ওমর ফারুকের ছেলে মো. জয় (২১), জয়নাল আবদীনের ছেলে শুভ (২১), আবুল খায়েরের ছেলে আজাদ (২২), নাজিম (২২), বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ডের জাহেদ (২০), গিট্টাসহ (২২) অজ্ঞাত আরও ৪-৫ জন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী জিয়ারুল ইসলাম সাগর বসুরহাট বাজারের একজন ব্যবসায়ী। মাদকবিরোধী অভিযান চলাকালীন তিনি মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনকারীদের তথ্য দেন মেয়র কাদের মির্জার কাছে।

এর জের ধরে কিশোর গ্যাং সদস্যরা ক্ষুব্ধ হয়ে বুধবার বিকালে ব্যবসায়ী সাগর শুঁটকি ব্যাপারীবাড়ির চৌরাস্তায় পৌঁছলে কিশোর গ্যাং সদস্যরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ভয়ে আতঙ্কে লোকজন সরে গেলে ব্যবসায়ী সাগরের ওপর হামলা এবং গুরুতর আহত করে।

এ সময় তার কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। গলায় পা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তার শোরচিৎকার শুনে লোকজন জড়ো হলে কিশোর গ্যাং সদস্যরা তাকে ফেলে রেখে স্থান ত্যাগ করে। পরে পথচারীরা উদ্ধার করে আহত ব্যবসায়ী সাগরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ক্রয়-বিক্রয়, ইভটিজিংসহ থানায় নানা ধরনের অভিযোগ রয়েছে।

Great)

About admin

Check Also

রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর ওয়ারীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবারদিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *