এত বছর পর মামলা কেন, যা বললেন কর্নেল নাজমুলের কন্যা

১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ক্যু পালটা ক্যুর মধ্যে মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তমসহ তিন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

দীর্ঘ ৪৮ বছর পর বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করা হয়। মামলাটি করেন সে সময় হত্যাকাণ্ডের শিকার কর্নেল নাজমুল হুদার কন্যা সংসদ সদস্য নাহিদ ইজাহার খান।নিহত তিনজনকর্মকর্তার অপরজন হলেন লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দার বীর উত্তম।

বৃহস্পতিবার নাহিদ ইজাহার খানের কাছে মামলার বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় যুগান্তরের পক্ষ থেকে। তিনি বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা করেছি।

এত বছর পর কেন হত্যা মামলা দায়ের করা হলো, সে বিষয়ে নাজমুল হুদার কন্যা বলেন, বাবার হত্যাকাণ্ডের সময় আমাদের দুই ভাইবোনের বয়স যথাক্রমে পাঁচ ও আট বছর। তখন পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল না। রাজনৈতিক পটপরিবর্তন, স্বাধীনতার বিপক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আমাদের দীর্ঘ সময় লেগেছে। বাবার হত্যাকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিয়ে তথ্য-প্রমাণ যতটুকু হাতে পেয়েছি সে অনুযায়ী এখনই মামলা করার সঠিক সময় বলে আমাদের কাছে মনে হয়েছে।

তিনি বলেন, আমরা চাই মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যার বিচার আইনানুগ প্রক্রিয়ায় সম্পন্ন হোক। মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত স্বাধীনতার পক্ষের সরকার বর্তমানে রাষ্ট্রক্ষমতায় আছে। জাতির পিতা ও তার স্বজনদের হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে। আমরা আশাবাদী মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যারও বিচার হবে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অগণতান্ত্রিক প্রক্রিয়ায়, রক্তের সিঁড়ি বেয়ে কেউ না আসুক এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সবাই ন্যায়বিচার পাব- এটাই প্রত্যাশা করি।

amazing)

About admin

Check Also

দুর্বৃত্তের আগুনে ঝলসে যাওয়া জাহাঙ্গীর প্রাণসংকটে

পটুয়াখালীতে তুচ্ছ ঘটনার জেরে মো. জাহাঙ্গীর ফকির (৩৮) নামে এক যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *