৯ কোটি ২৪ লাখ ৪৪ হাজার টাকা ঋণ খেলাপির অভিযোগে যশোরের অর্থঋণ আদালতে ঈগল পরিবহনের মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক। পরে অর্থঋণ আদালতের বিচারক খায়রুল ইসলাম আসামিদের নামে সমন জারি করেন। আজ বুধবার ব্যাংকের কর্মকর্তা যশোর শাখার ক্রেডিট ইনচার্জ মো. আলিমুজ্জামান বাদী হয়ে যুগ্ম জেলা জজ ১ এর আদালতে মামলাটি দায়ের করেন। ব্যাংকের আইনজীবী আবুল খায়ের বিষয়টি আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ী অশোক রঞ্জন কাপুড়িয়া ২০১৭ সালের ২৭ মার্চ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক যশোর শাখা থেকে অর্ণব এন্টারপ্রাইজের নামে এলটিআর ঋণ নেন ৮ কোটি ৮৯ লাখ টাকা। ওই সময় তিনি মসুরির ডাল আমদানির জন্য এলসি করেন ১০ কোটি ৩১ লাখ টাকার। এরপর তিনি ব্যাংকের টাকা আর পরিশোধ করেননি। সর্বশেষ ২০২২ সালের ২২ মে তৃতীয় দফায় তাদের ঋণ পুনঃতফসিল করে ব্যাংক কর্তৃপক্ষ। এতেও অর্ণব এন্টার প্রাইজের মালিক অশোক রঞ্জন কাপুড়িয়া ও তাঁর স্ত্রী রাধা রানী কাপুড়িয়া টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করেন। অবশেষে আজ (বুধবার) ৯ কোটি ২৪ লাখ ৪৪ হাজার টাকা ঋণ খেলাপির অভিযোগে মামলা করে ব্যাংকের যশোর শাখা। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ২৩ অক্টোবর ব্যবসায়ী অশোক রঞ্জন কাপুড়িয়ার ছোট ভাই পবিত্র কাপুড়িয়ার বিরুদ্ধে ২০ কোটি ৬০ হাজার টাকার চেক ডিজঅনারের একটি মামলা করে এনসিসি ব্যাংকের যশোর শাখা। মামলার বাদী ছিলেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের যশোর শাখার নির্বাহী কর্মকর্তা হাসান সাঈদ। এ ব্যাপারে ঈগল পরিবহনের স্বত্বাধিকারী অশোক রঞ্জন কাপুড়িয়া বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। amazing)
Check Also
আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার
বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …