‘৬-০ গোলের জয় আপনি ভেবেছিলেন এটা আমার দোষ নয়’

দুর্দান্ত সেভের শুরুটা করেছিলেন থিবো কোর্তোয়া আর শেষটা করছেন এডারসন। মাঝের সময়টা ছিল ভিনিসিয়ুস জুনিয়র ও কেভিন ডি ব্রুইনার। ম্যাচে একের জবাব অপরে দিচ্ছিলেন দুর্দান্তভাবে। সেয়ানে সেয়ানের লড়াই। ম্যাচের ফলও ঠিক তাই।গতকাল চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি কেউ কাউকে হারাতে পারেনি। ১-১ গোলে ড্র হয়েছে সান্তিয়াগো বার্নাব্যুয়ের ম্যাচটি। এ ড্রয়ে সেমির নিষ্পত্তি এখন ইতিহাদে। আগামী সপ্তাহে যে দল জিতবে তারাই এবারের মৌসুমের ফাইনালে খেলবে।সান্তিয়াগো বার্নাব্যুতে ড্র করায় খুশি পেপ গার্দিওলা। এখন নিজেদের মাঠে ভালো কিছু করতে তিনি তৈরি। তবে ম্যাচ শেষে বেইন স্পোর্টসের এক ক্রীড়া সাংবাদিকের প্রশ্নে অবাক হয়েছেন স্প্যানিশ কোচ। সেই সংবাদকর্মীর প্রশ্নের জবাবও দিয়েছেন নিজের ঢংয়েই।বেইন স্পোর্টসের সাংবাদকর্মী ভেবেছিলেন যে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করবে সিটি। কিন্তু ম্যাচ ১-১ গোলে ড্র হলে নিজেদের চাওয়া বিশাল ব্যবধানের জয়ের বিষয়ে প্রশ্ন করেন গার্দিওলাকে। ম্যানসিটি বস তাঁর জবাবে বলেন, ‘সবাই কে? আপনি কি জানেন আমরা কার বিপক্ষে খেলছি? আপনার জানা আছে তাদের (রিয়াল) কতগুলো চ্যাম্পিয়নস লিগের শিরোপা রয়েছে? আপনি ভেবেছিলেন আমরা ৬-০ গোলে জিতব কিন্তু এটা আমার দোষ নয়।’গতকাল শুরু থেকেই রিয়ালের ওপর প্রভাব বিস্তার করেছিল ম্যানসিটি। কিন্তু রিয়ালের গোলবারে প্রাচীর হয়ে দাঁড়ানো গোলরক্ষক কোর্তোয়ার দৃঢ়তায় গোল পাচ্ছিল না তারা। উল্টো প্রথমার্ধে নিজের ভালো সময়ই গোল হজম করে সিটিজেনরা। শুরু থেকেই নিজেদের মাঠে কাউন্টার আক্রমণের কৌশলে খেলে সুযোগের সদ্ব্যবহার করে দলকে ১-০ গোলের লিড এনে দেন ভিনিসিয়ুস। বক্সের বাইরে থেকে ৩৬ মিনিটে নেওয়া ব্রাজিলিয়ান তারকার গোলটি ছিল অবিশ্বাস্য।ভিনিসিয়ুসের নেওয়া দুর্দান্ত শটটির জবাব অবশ্য দ্বিতীয়ার্ধে দিয়েছেন ডি ব্রুইনা। বেলজিয়াম মিডফিল্ডারের সমতাসূচক গোলের আগে বেশ কয়েকটি নিশ্চিত গোল প্রতিহত করলেও স্বদেশির নেওয়া এবারের শটটি ঠেকানোর কোনো উপায় ছিল না কোর্তোয়ার। ৬৭ মিনিটের শটটি যে ছিল বুলেট গতির। বলের লাইনে ডাইভ দেওয়ার আগেই জালের সঙ্গে জড়িয়ে যায় ব্রুইনার শট। এরপর দুই দলের আক্রমণভাগের খেলোয়াড়রা দলকে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও ডিফেন্ডার ও গোলরক্ষকদের কাছে পরাস্ত হন। খেলার একদম শেষ মুহূর্তে হতাশ হন রিয়ালের বদলি মিডফিল্ডার অরিলিয়েঁ চুয়ামেনি। ফরাসি মিডফিল্ডারের তীরের মতো নেওয়া শটটি দুর্দান্ত ক্ষিপ্রতায় প্রতিহত করেন সিটি গোলরক্ষক। awesome)

About admin

Check Also

অন্তর্ভুক্তিমূলক নাকি আরও কঠোরতার পথে তুরস্ক

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এরই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *