সীমান্তে স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার দুপুর ২টার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার খলশিবাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের চালানসহ দুই পাচারকারীকে আটক করে।

আটক দুই পাচারকারী হচ্ছেন- নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬)।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শার্শার পাঁচভুলোট সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান যাচ্ছে- এমন খবরে বিজিবি সদস্যরা পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে কার থেকে পালিয়ে যায় ২ যুবক। বিজিবি তাদের ধাওয়া করে ধরে ফেলে। পরে ক্যাম্পে নিয়ে তাদের শরীর তল্লাশি করে ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ নিয়ে গত এক বছরে ২১ বিজিবি সদস্যরা ১০০ কেজি স্বর্ণের বারসহ ৩৬ জন পাচারকারীকে আটক করেছে। এ ঘটনায় মামলা হয়েছে শার্শা থানায়।

Great)

About admin

Check Also

বৃষ্টিতে পণ্ড, সোমবার রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে আইপিএল ফাইনাল

রোবাবার রাতে আহমেদাবাদের বৃষ্টি ক্রিকেট ভক্তদের হৃদয়ে রীতিমতো তীরের মতোই বিঁধেছে। কারণ এই বেরসিক বৃষ্টিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *