সীমান্তে ঢুকে কিশোরকে ধরে নিয়ে নির্যাতনের পর বিএসএফের দুঃখপ্রকাশ 

ফেনীর পরশুরামে বাংলাদেশি এক কিশোরকে ধরে নিয়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। পরে তাকে আহত অবস্থায় সীমান্তে ফেলে গেলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। ওই কিশোরের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় আজ বুধবার বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়েছে। সেখানে বিএসএফের পক্ষ থেকে এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে দুঃখপ্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে এমন ঘটনার আর ঘটবে না বলে বিএসএফের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ সব তথ্য জানিয়েছেন বিজিবি ফেনীস্থ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিব হাসান।গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাউরখুমা গ্রামের সীমান্তবর্তী এলাকায় ওই কিশোরকে নির্যাতনের ঘটনা ঘটেছে। আহত কিশোরের নাম মো. ইউনুস হোসেন অন্তর (১৫)। সে পৌর এলাকার উত্তর বাউর খুমা গ্রামের তাজুল ইসলামের ছেলে।ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীরা বলছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই কিশোর ছাগল চড়াতে ভারত সীমান্তবর্তী ২৬১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারতের কাঁটাতারের গেট দিয়ে বাংলাদেশের অংশে প্রবেশ করে ওই কিশোরকে ধরে নিয়ে যায়। পরে তার হাত পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করে এবং লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করে। একপর্যায়ে বিএসএফ ওই কিশোরকে মৃত ভেবে ফেলে চলে যায়।আহত ইউনুসের মা আকলিমা আক্তার আজকের পত্রিকাকে জানান, ছাগল চড়াত গেলে বিএসএফ ইউনুসকে ধরে নিয়ে হাত পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করে এবং লাঠি দিয়ে পিটিয়ে তাঁর ডান হাত ভেঙে দেয়। তাঁর ছেলে ২৬১ নম্বর সংলগ্ন স্থানে গেলে বিএসএফ বাংলাদেশের অংশে প্রবেশ করে তাকে ধরে হাত-পা বেঁধে, লাঠি ও বন্দুকের বাঁট দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে ওই কিশোরের একটি হাত ভেঙে যায় এবং শরীরে, পিঠে, পায়ে পিটিয়ে গুরুতর আহত করাসহ দুই হাতের আঙুল থেঁতলে দিয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী ও বাউরখুমার গ্রামের স্থানীয় কৃষক হারুন মজুমদার আজকের পত্রিকাকে জানান, গতকাল মঙ্গলবার এ ঘটনার সময় তিনি ওই স্থানে ধান কাটছিলেন। এ সময় ৪ / ৫ জন বিএসএফ সদস্য বাংলাদেশের অংশে ঢুকে ইউনুসকে ধরে ফেলেন এবং লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় ইউনুসের চিৎকার শুনে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ গুলি করবে বলে হুমকি দেওয়ায় বাংলাদেশি কৃষকেরা পিছু হটে।কৃষক হারুন মজুমদার বলেন, ‘বিএসএফ ইউনুসকে ৪ ঘণ্টা আটকে রেখে বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশের অংশে ফেলে রেখে চলে যায়। এ সময় গ্রামের লোকজন তাকে উদ্ধার করে বিকেলে পৌনে পাঁচটায় পরশুরাম উপজেলা হাসপাতালে নিয়ে যায়।নির্যাতনের শিকার আহত ইউনুস আজ (বুধবার) সকালে আজকের পত্রিকাকে বলেছে, ‘মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তবর্তী এলাকায় গেলে বিএসএফের কয়েকজন বাংলাদেশের সীমান্তে ঢুকে আমাকে ধরে নিয়ে যায়। পরে কোনো কিছু জিজ্ঞেস না করে বিএসএফের ৪-৫ জন সদস্য লাঠি দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙে দেয়। একপর্যায়ে শার্ট-প্যান্ট খুলে আমাকে নির্মমভাবে পেটাতে থাকে।’এ বিষয়ে পরশুরাম পৌর এলাকার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ইউনুস ছাগল চরাতে সীমান্তবর্তী এলাকায় গেলে বিএসএফ তাকে ধরে হাত পা বেঁধে ফেলে এবং এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে এ সময় তার ডান হাত ভেঙে যায়। পরে লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনীস্থ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশি কিশোর সীমান্তবর্তী এলাকায় গেলে ভারতীয় বিএসএফের হাতে ধরা পড়ে। প্রাথমিকভাবে খোঁজ-খবর থেকে জানা গেছে, বিএসএফ তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। বিষয়টি নিয়ে আজ (বুধবার) দ্বি-পাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে অবহিত করলে তারা অনাকাঙ্ক্ষিত বিষয়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।’ Great)

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *