সীতাকুণ্ডে গৃহবধূকে গলা কেটে হত্যা, শ্বশুরবাড়ির ৩ জন আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর শ্বশুরবাড়ির তিনজনকে আটক করে পুলিশ থানায় নিয়েছে।পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহতের নাম সায়মা আক্তার (২০)। তিনি একই ইউনিয়নের হাসনাবাদ এলাকার দিদারুল আলমের স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা বলছে, রাতে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে সাইমার গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। এ সময় তাঁরা বিষয়টি থানা-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘পুকুর পাড় থেকে উদ্ধার করা গৃহবধূ সাইমাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার রাতে তাঁর স্বামী কর্মস্থলে ছিলেন। সাইমা হত্যাকাণ্ডের এখনো কোনো সঠিক কারণ উদ্‌ঘাটন করা যায়নি।’ ওসি আরও বলেন, ‘পারিবারিক কলহের জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাই বিষয়টির সত্যতা নিশ্চিতে শ্বশুরবাড়ির তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা এলে হত্যা মামলা করা হবে।’ awesome)

About admin

Check Also

টিভিতে আজকের খেলা (৩ জুন ২০২৩, শনিবার) 

এফএ কাপের ফাইনালে আজ খেলবে ম্যানচেস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ ওয়ানে রাতে মুখোমুখি হবে পিএসজি-ক্লেঁরম ফুত। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *