রাজবাড়ীতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু 

রাজবাড়ীতে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কুমোদ সিং (৪৫) ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুরিয়া গ্রামের ইমদাদুল জোয়াদ্দার (২৮)।

কুমোদ সিং মদাপুর গ্রামের বসুদেব সিংয়ের ছেলে। ইমদাদুল জোয়াদ্দার উপজেলার বিলপাকুরিয়া গ্রামের সামাদ জোয়াদ্দারের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকাল ৪টার দিকে ইমদাদুল জোয়াদ্দার নিজ বাড়ি থেকে লিচু বাগান দেখার জন্য বের হন। এ সময় বজ্রপাত শুরু হলে তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে দৌড় দিলে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তখন তার স্বজনরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে কুমোদ সিং বিকাল ৩টার দিকে বাজারে বসেছিলেন। সামান্য বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে হঠাৎ বজ্রপাতে সেখানেই তিনি মারা যান।

এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান যুগান্তরকে বলেন, বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আমরা বজ্রপাতে সাধারণ মানুষের সচেতনতার জন্য কাজ করে যাচ্ছি।

awesome)

About admin

Check Also

রাজধানীর ওয়ারীতে গ্যাসলাইনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর ওয়ারীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবারদিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *