মেসির ক্লাব ক্যারিয়ার নিয়ে মাথা ঘামান না স্কালোনি

অনেক দিন ধরেই গুঞ্জন চলছে এ মৌসুমে শেষেই পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। অন্য কোনো ক্লাবে যোগ দেবেন তিনি। অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় মেসি-পিএসজির সম্পর্কের যে ইতি ঘটছে তা আরও নিশ্চিত হওয়া যায়। কিন্তু গতকাল এক সূত্রের বরাত দিয়ে বড় এক বোমাই ফাটিয়েছিল সংবাদ সংস্থা এএফপি। সৌদি আরবের এক ক্লাবের সঙ্গে ইতিমধ্যে নাকি মেসির চুক্তি হয়েছে। এ নিয়ে যখন পুরো ক্রীড়াঙ্গনে আলোচনা তুঙ্গে ঠিক সে সময়ই আর্জেন্টাইন অধিনায়কের বাবা হোর্হে মেসি চুক্তির বিষয়কে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন কোনো ক্লাবের সঙ্গেই চুক্তি হয়নি। লিওর নাম ব্যবহার করে ভুয়া সংবাদ প্রকাশ করা হচ্ছে। মেসির এই গুঞ্জন নিয়ে অনেকে নানা আলোচনা-সমালোচনা করলেও শিষ্যর ক্লাব ক্যারিয়ার নিয়ে চিন্তিত নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, জাতীয় দলে তিনি শুধু সুখী মেসিকে দেখতে চান। কাতারের এক সংবাদমাধ্যমকে এমনটি জানিয়েছেন স্কালোনি। আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়া কোচ বলেছেন, ‘ক্লাব সতীর্থ ও সমর্থকদের নিয়ে মেসি যেখানে স্বস্তিতে থাকবেন তাকে সেখানেই যেতে দিন। জাতীয় দলে এর কোনো প্রভাব পড়বে না। যখন সে আমাদের সঙ্গে যোগ দেয় সে এখানে খুশি থাকে। আর আমাদেরও সুখী মেসিকে প্রয়োজন।’ নিজের ভুলের ক্ষমা চেয়ে ইতিমধ্যে পিএসজি সতীর্থদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন মেসি। এখন দেখার বিষয় আগামী ম্যাচে তাঁকে নামানো হয় কিনা। তবে এ মৌসুমে শেষেই যে প্যারিসের ক্লাবটি ছাড়ছেন তিনি এটা নিশ্চিত। Great)

About admin

Check Also

নীরব ঘাতক হাড়ক্ষয় প্রতিরোধে

হাড়ের ক্ষয় বলতে এর ভেতর ফাঁপা হয়ে যাওয়া বোঝায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে অস্টিওপোরোসিস। অর্থ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *