মেয়েদের নাক-কান ফোঁড়ানো কি জায়েজ?

প্রশ্ন: মেয়েরা নাক-কান ফুঁড়িয়ে নাকফুল, কানের দুল পরে থাকে। একজন বলল, মেয়েদের নাক-কান ফোঁড়ানো নাকি জায়েজ নেই। ওই লোকের কথা কি সত্যি? এক্ষেত্রে শরীয়তের সঠিক বিধান জানতে চাই।

উত্তর: অলংকার ব্যবহারের জন্য মেয়েদের নাক-কান ফোঁড়ানো জায়েজ আছে। প্রশ্নোক্ত ব্যক্তির কথা ঠিক নয়। নারী সাহাবীরা কানে অলংকার পরিধান করতেন, তা হাদিস দ্বারা প্রমাণিত।

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন— নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বের হলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। আগে-পরে কোনো নামাজ পড়লেন না। অতঃপর বিলালকে (রা.) সাথে নিয়ে নারীদের কাছে গেলেন। তাদেরকে উপদেশবাণী শোনালেন এবং সদকা করার নির্দেশ দিলেন। তখন নারীরা তাদের কানের দুল এবং হাতের কংকন খুলে দিতে লাগলেন। (সহিহ বুখারি, হাদিস ১৪৩১)

ফকীহরা বলেছেন, এই হাদিস দ্বারা মহিলাদের নাক ফোঁড়ানো জায়েজ হওয়ার বিষয়টিও প্রমাণিত হয়।

সূত্র: খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭৭; আলহাবিল কুদসী ২/৩২৩; ফাতাওয়া বায্যাযিয়া ৬/৩৭১; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫৭; আদ্দুররুল মুখতার ৬/৪২০

amazing)

About admin

Check Also

রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর ওয়ারীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবারদিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *