মাধ্যমিকে অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী পরীক্ষা শুরু ৭ জুন

মাধ্যমিক (ষষ্ঠ থেকে দশম) শ্রেণি পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষা, মূল্যায়ন অথবা প্রাক-নির্বাচনী শুরু হবে আগামী ৭ জুন। যা চলবে ২২ জুন পর্যন্ত। এর মধ্যে নতুন শিক্ষাক্রমের অধীনে চালু হওয়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে প্রচলিত পরীক্ষা না হলেও মূল্যায়ন করা হবে।আজ বুধবার মাউশি সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়।এতে বলা হয়, অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী শিক্ষার্থীদের বিভিন্ন কাজ, অ্যাসাইনমেন্ট, প্রকল্পভিত্তিক কাজ, অনুসন্ধানমূলক কাজ ইত্যাদির মাধ্যমে মূল্যায়নের পরিকল্পনা করা হয়েছে। অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী ৫ কর্মদিবস প্রস্তুতিমূলক শ্রেণি কার্যক্রম ও ১০টি বিষয়ের জন্য দশ কর্মদিবস অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রয়োজন।আরও বলা হয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতিমূলক শ্রেণি কার্যক্রম চলবে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত। এই সময়ে অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম চলবে।যে সব বিদ্যালয়ে এসএসসির পরীক্ষার কেন্দ্র রয়েছে সে সব বিদ্যালয়ে ৩১ মে পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলেও অফিস আদেশে বলা হয়। awesome)

About admin

Check Also

https://www.ajkerpatrika.com/277196/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0

amazing)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *