ভালো গল্পে কাজ করাই মুখ্য: তারিক আনাম খান

ক্যারিয়ারে প্রাপ্তির খাতা অনেক বড়। তবু যেন কোথাও অতৃপ্তি। আর সেটা ভালো কাজের জন্য। ‘যতকিছুই করি, ভালো গল্পের কাজ করাটাই আমার কাছে মুখ্য। এর যেন তৃপ্তি মেটে না’-এমনটাই বলেছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। গেল ঈদে তার অভিনীত ‘ভালোবাসি তোমায়’ ও ‘আইওয়াশ’ নামে দুটি নাটক বেশ প্রশংসিত হয়েছে।

সম্প্রতি এই অভিনেতা মস্কো ফিল্ম ফ্যাস্টিভ্যালে অংশ নিয়েছেন। উৎসবে তার অভিনীত নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। শিগগিরই এটি দেশে মুক্তি দেওয়া হবে।

অন্যদিকে তার অভিনীত ‘গাঙচিল’ ও ‘মোনা’ নামে আরও দুটি সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। ‘দেশা দ্য লিডার’ ও ‘আবার বসন্তে’ সিনেমায় অভিনয়ের জন্য দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এ অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে-‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’, ‘সুরুজ মিয়া’, ‘আমার ঘর আমার বেহেস্ত’, ‘জয়যাত্রা’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘আহা’, ‘জাগো’, ‘ঘেটুপুত্র কমলা’,‘জোনাকীর আলো’, ‘সাপলুডু’, ‘মেকাপ’, ‘মৃধা বনাম মৃধা’ ইত্যাদি।

আজ এই প্রখ্যাত অভিনেতার জন্মদিন। তবে দিনটি নিয়ে তার মধ্যে বাড়তি কোনো উচ্ছ্বাস নেই। বছরের অন্যান্য দিনের মতোই সাধারণভাবেই দিনটি পার করেন।

তারিক আনাম খান বলেন, ‘আমি সবসময় মনে করি, যদি তেমন বিশেষ কিছু করে থাকি তবে আমার জন্মদিন অন্য কেউ উদযাপন করবে। আর যদি না করে থাকি, তবে করবে না। আজকের দিনটিও যথারীতি আমার অন্যান্য দিনের মতোই কাটবে। বাসা থেকে বের হবো, টুকটাক কিছু কাজ আছে। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি।’

Great)

About admin

Check Also

ছাদে নিয়ে প্রবাসীর মেয়েকে ধর্ষণ, মৃত্যুর আগে জানাল ধর্ষকের নাম

প্রবাসীর ১০ বছরের একটি শিশুকে টিকটকের নামে ছাদে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *