বাখমুত থেকে পালিয়ে গেছে রুশ সেনারা

রাশিয়ার ভাড়াটে মিলিশিয়া বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন অভিযোগ করেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের বিধ্বস্ত বাখমুত শহরের কাছ থেকে সরে গেছে রুশ সেনারা।

মঙ্গলবার ভিডিও বার্তায় তিনি একথা জানান। আল-জাজিরাকে প্রিগোজিন বলেন, ‘রণাঙ্গন আজ ভেঙে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিট আমাদের পাশের তাদের অবস্থান থেকে আজ পালিয়েছে। তাদের সবাই পালিয়ে গেছে।’ এর আগে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন যে, অতি জরুরি অস্ত্রশস্ত্র সরবরাহ করা না হলে তিনি তার সেনাদের ১০ মে’র মধ্যে বাখমুত থেকে সরিয়ে নেবেন।

টেলিগ্রামে প্রকাশিত ওই ভিডিওতে প্রিগোজিন আরও বলেন, কমান্ডারদের বোকামির কারণে রুশ সেনারা পালিয়ে যাচ্ছে। তিনি বলেছেন, ‘শীর্ষ কমান্ডারের চরম বোকামির কারণে কোনো সেনার মরা উচিত নয়।

কমান্ডারদের কাছ থেকে তারা যে নির্দেশনা পায় তা পুরোপুরি বেআইনি।’ প্রিগোজিনের এমন মন্তব্যের পর মঙ্গলবার দিনের শেষ দিকে একটি বিবৃতি দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, ‘অ্যাসাল্ট গ্রুপ বাখমুতের পূর্ব দিকে লড়াই অব্যাহত রেখেছে।’

amazing)

About admin

Check Also

রাজধানীর ওয়ারীতে গ্যাসলাইনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর ওয়ারীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবারদিবাগত রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *