প্রিয় তৌকীর-বিপাশার সঙ্গে রওনক

১৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। ফিরেছেন গত পরশু। বাংলাদেশের অনেক শিল্পীই এখন যুক্তরাষ্ট্রপ্রবাসী। তমালিকা কর্মকার, টনি ডায়েস, প্রিয়া ডায়েস, নোভা ফিরোজসহ দেখা হয়েছে অনেকের সঙ্গেই। আর দেখা হয়েছে তৌকীর-বিপাশা দম্পতির সঙ্গে। বিপাশা হায়াত ও রওনক একই দলে (নাগরিক নাট্যসম্প্রদায়) থিয়েটার করেছেন। তৌকীর আহমেদের সঙ্গেও সম্পর্কটা দারুণ। রওনকের এই সফরে তাই তৌকীর আহমেদ পাশে ছিলেন ছায়ার মতো। তৌকীর-বিপাশা দম্পতির বাড়িতে তোলা ছবিটি ফেসবুকে পোস্ট করে রওনক লিখেছেন, ‘জানতাম দেখা হবে। আপনার (তৌকীর আহমেদ) সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল অনুপ্রেরণার! এখনো থিয়েটার, নাটক, চলচ্চিত্র নিয়ে আপনার ভাবনা, নতুন কাজের তাগিদ আমাকে আন্দোলিত, অনুপ্রাণিত করে।’ amazing)

About admin

Check Also

https://www.ajkerpatrika.com/277196/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0

amazing)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *