নির্বাচনি আচরণবিধি মেনে চলতে প্রতিমন্ত্রী মন্নুজান ও পলককে চিঠি

আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনকে কেন্দ্র করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চিঠি দিয়েছেন কেসিসি নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. আলাউদ্দিন।

বুধবার তিনি দুই প্রতিমন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। চিঠিতে আসন্ন নির্বাচনে আচরণবিধি মেনে চলার জন্য দুই প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, বর্তমানে খুলনায় অবস্থান করছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি আরও কয়েক দিন খুলনায় থাকবেন। এছাড়া ১২ মে খুলনায় আসছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।

আসন্ন কেসিসি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সবাইকে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ যথাযথভাবে প্রতিপালন করার জন্য তাদের দুজনকে চিঠি দেওয়া হয়েছে।

awesome)

About admin

Check Also

চট্টগ্রাম থেকে অপহৃত যুবক মিয়ানমারে উদ্ধার

চট্টগ্রাম থেকে অপহরণ হওয়া এক যুবককে ১৫ দিন পর মিয়ানমার থেকে উদ্ধার করেছে পুলিশ। তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *