দক্ষিণবঙ্গের বর্ষীয়ান আলেম জহুরুল হক আর নেই

দক্ষিণবঙ্গের বর্ষীয়ান আলেম মাওলানা জহুরুল হক (দ:বা:) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি সামচুল হক ফরিদপুরীর খলিফা ও ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম। বার্ধক্যজনিত কারণে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজ মাদ্রাসায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই আলেম ফরিদপুর জেলা হেফাজত ইসলাম ও ইসলামী ঐক্যজোটের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি স্বাধীনতার পর ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন।

তার মৃত্যুতে পরিবারে, ফরিদপুরের আলেম সমাজে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জহুরুল হকের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীসহ স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মরহুমের বড় ছেলে মাওলানা মো. নিজামদ্দীন বলেন, বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার দুপুরে হাসপাতাল থেকে তাকে রিলিজ করা হয়। এরপর তাকে মাদ্রাসায় তার কক্ষে রাখা হয়। সেখানে বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আগামীকাল বাদ জোহর পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মাদ্রাসার মসজিদের পাশেই দাফনের জন্য তার নিজ নামে দলিলকৃত জায়গায় তার লাশ দাফন করা হবে।

amazing)

About admin

Check Also

বিআরটিএর সেই আরিফুলের দেড় কোটি টাকা জব্দ করল দুদক

যুগান্তরের সংবাদ প্রকাশের পর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার জেলা কার্যালয়ের সাবেক সহকারি মোটরযান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *