টুইটারে অডিও ভিডিও কলিংয়ের সুবিধা আসছে 

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে যুক্ত হচ্ছে অডিও-ভিডিও কলিংয়ের সুবিধা। প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী ইলন মাস্ক গত মঙ্গলবার (৯ মে) এক টুইটে এই ঘোষণা দেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ফোন এরিনার প্রতিবেদন অনুযায়ী, টুইটে মাস্ক বলেন, ‘এই প্ল্যাটফর্মে শিগগিরই অডিও ও ভিডিও চ্যাটের সুবিধা আসছে। ফলে নিজের মোবাইল নম্বর না দিয়ে আপনি পৃথিবীর যে কারও সঙ্গে কথা বলতে পারবেন।’গত বছর টুইটার অধিগ্রহণের পর ‘টুইটার ২.০ এভরিথিং অ্যাপ’ আনার কথা বলেছিলেন মাস্ক। এতে এনক্রিপটেড ডিরেক্ট মেসেজ (ডিএমএস), টুইটে বেশি ক্যারেক্টার ব্যবহার এবং পেমেন্টের সুবিধাসহ অন্যান্য সুবিধা থাকার কথাও জানিয়েছিলেন তিনি।এদিকে, কয়েক মাসের ব্যবধানে শুরুর দিকের ব্লু টিক সাবস্ক্রাইবারদের অর্ধেকেরও বেশি হারিয়েছে টুইটার। গত ৩০ এপ্রিল ব্লু টিক সাবস্ক্রাইবারের সংখ্যা ১ লাখ ৫০ হাজার থেকে নেমে দাঁড়িয়েছে ৬৮ হাজার ১৫৭ সাবস্ক্রাইবারে। অর্থাৎ ৮১ হাজার ৮৪৩ জন বা ৫৪ দশমিক ৫ শতাংশ ব্লু টিকধারী তাঁদের সাবস্ক্রিপশন বাতিল করেছেন।এর আগে, প্ল্যাটফর্মে সংবাদমাধ্যমকে আয়ের সুযোগ দেওয়ার কথা জানান টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (২৯ এপ্রিল) এক টুইটে মাস্ক লেখেন, ‘আগামী মাস থেকে প্ল্যাটফর্মে প্রতিবেদন পড়ার জন্য প্রতি ক্লিকে ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ পাবে সংবাদমাধ্যমগুলো।’এই সুবিধায় প্রতি প্রতিবেদন পড়ার জন্য আলাদা করে অর্থ দেবে পাঠকেরা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক হারে চাঁদার চেয়ে বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে। তবে এই সুবিধা চালু হলে সংবাদমাধ্যম ও পাঠক উভয় পক্ষই সুবিধা পাবে বলে মনে করেন মাস্ক। awesome)

About admin

Check Also

নীরব ঘাতক হাড়ক্ষয় প্রতিরোধে

হাড়ের ক্ষয় বলতে এর ভেতর ফাঁপা হয়ে যাওয়া বোঝায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে অস্টিওপোরোসিস। অর্থ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *