জিজ্ঞাসাবাদের জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করবে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। রিমান্ড মঞ্জুর হলে ইমরান খানকে বেশ কয়েক দিন হেফাজতে রাখবে সংস্থাটি। একটি সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।ওই সূত্র জানায়, ‘ইমরান খানকে আজ (বুধবার) আদালতে হাজির করা হবে। তাঁকে কমপক্ষে চার থেকে পাঁচ দিন নিজেদের হেফাজতে রাখার চেষ্টা করবে এনএবি। আদালতের কাছে ইমরানের সর্বোচ্চ ১৪ দিনের শারীরিক রিমান্ড চাওয়া হবে। আশা করা হচ্ছে আদালত কমপক্ষে চার থেকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবেন।’পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি অরডিন্যান্স, ১৯৯৯-এর সংশোধনী অনুযায়ী, কোনো আসামির ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করতে পারবেন আদালত। তবে আগে তা ছিল সর্বোচ্চ ৯০ দিন।ইমরানের খানের বিষয়ে ওই সূত্রের ভাষ্য, ‘পিটিআই চেয়ারম্যানকে এনএবি’র রাওয়ালপিন্ডি অথবা ইসলামাবাদের আঞ্চলিক সদর দপ্তরে ‘‘আরামদায়ক’’ পরিবেশে রাখা হয়েছে। তাঁর সঙ্গে কোনো ‘‘কঠোর আচরণ’’ করা হবে না। তাঁকে কেবল মামলায় জড়িত থাকার এবং আর্থিক সুবিধা চাওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে তুলে যায় আধাসামরিক বাহিনী রেঞ্জারস। এর পর দেশব্যাপী বিক্ষোভ শুরু করে তাঁর দল পিটিআইয়ের কর্মী-সমর্থকেরা। রাজধানী ইসলামাবাদসহ লাহোর, পেশোয়ার ও করাচিতে সহিংস বিক্ষোভের খবর পাওয়া যায়। মুলতান ও কোয়েটা থেকেও বিক্ষোভের খবর আসে।দলের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এর প্রতিবাদে দলের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বুধবার (১০ মে) কর্মী-সমর্থকদের ও দেশের জনগণকে রাস্তায় নেমে প্রতিবাদের আহ্বান জানিয়েছে পিটিআই। Great)
Check Also
অন্তর্ভুক্তিমূলক নাকি আরও কঠোরতার পথে তুরস্ক
টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এরই …