চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলোনি থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন আনুমানিক ২০ কেজি। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন কলোনি থেকে সাপটি উদ্ধার করেন প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের গবেষক রফিকুল ইসলাম।পরে এটিকে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।এ নিয়ে রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে কলোনির বাসিন্দারা সাপটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। এরপর আমরা গিয়ে সাপটিকে উদ্ধার করি। এটি পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছিল। উদ্ধারে পর সাপটিকে নির্জন আরেকটি পাহাড়ে অবমুক্ত করে দেওয়া হয়েছে।’রফিকুল ইসলাম আরও বলেন, ‘সাপটি বার্মিজ পাইথন (Python bivittatus) বা অজগর সাপ। এটি লম্বায় প্রায় ১২ ফুট হবে এবং এটির ওজন ২০ কেজির বেশি হবে। অজগর সাপ বিষধর নয়। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।’ Great)

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *