‘গায়ের পোশাক ছাড়া কিছুই রক্ষা করতে পারি নাই’

দিনাজপুরের খানসামায় আগুনে পুড়ে গেছে ভ্যানচালকের বসতঘর, গরু-ছাগলসহ মূল্যবান জিনিসপত্র। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বোর্ডেরহাট এলাকার মাস্টারপাড়ায় এই ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ভ্যানচালক মজিবর ইসলামের গোয়ালঘরে আগুন লাগে। তাতে তাঁর বসতঘর, তিনটি গরু, দুটি ছাগল, ৯০ মণ রসুন ও নগদ টাকা পুড়ে যায়। খানসামা ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।নিজের শেষ সম্বল হারিয়ে বাকরুদ্ধ ভ্যানচালক মজিবর বলেন, ‘গায়ের পোশাক ছাড়া কিছুই রক্ষা করতে পারি নাই। এখন কী হবে আমার?’এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় খামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে কয়েলের আগুনে এই ঘটনা ঘটেছে। ভ্যানচালকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের আহ্বান জানাচ্ছি।’ amazing)

About admin

Check Also

https://www.ajkerpatrika.com/277196/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0

amazing)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *