কালীগঞ্জে সড়কের পাশে পড়েছিল বৃদ্ধের মরদেহ

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।  আজ বুধবার সকালে কালীগঞ্জ-সাতক্ষীরা সড়কের সাদপুর ব্রাক অফিসের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  পুলিশ জানায়, সড়কের পাশে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় দেখে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমকে জানান স্থানীয়রা। ইউপি চেয়ারম্যান তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আশিকুর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। পুলিশ আরও জানায়, নিহতের পরনে লুঙ্গি, গায়ে কমলা রঙের গেঞ্জি ও মুখে কাঁচাপাকা দাঁড়ি আছে। নিহতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। Great)

About admin

Check Also

গেন্ডারিয়ায় ডিআইটি পুকুর দখল করে দোকানপাট

পুরান ঢাকার গেন্ডারিয়ায় ডিআইটি পুকুর দখল করে সেখানে দোকানসহ বিভিন্ন স্থাপনা বানিয়ে ভাড়া দেওয়া হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *