এগিয়ে শবনম বুবলী

এবারের ঈদুল ফিতরে মোট আটটি সিনেমা মুক্তি পায়। তার মধ্যে শবনম বুবলী অভিনীত সিনেমা মুক্তি পায় দু’টি। একটি ‘লিডার: আমিই বাংলাদেশ’, অন্যটি ‘লোকাল’। সিনেমা দুটির জন্য দর্শকমহলেও প্রশংসিত হচ্ছেন বুবলী।

সিনেমা দুটির সাফল্য ও দর্শকের ভালোবাসা প্রসঙ্গে বুবলী বলেন, ‘এ আমার পরম সৌভাগ্য যে, শুরুতে আমি দর্শকের ভালোবাসা পেয়ে এসেছি। দর্শকরা আমার সিনেমার অভিষেকের শুরু থেকেই সবসময় আমার পাশে ছিলেন, এখনো আছেন।

একজন নায়িকা হিসেবে এই যে দর্শকের এত ভালোবাসা, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমার দশকদের প্রতি অনেক কৃতজ্ঞ। কারণ তাদের কারণেই আমি আজকের বুবলী।’এদিকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় বুবলী অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে।‘লোকাল’-এ তার বিপরীতে রয়েছেন আদর আজাদ। মুক্তির তৃতীয় সপ্তাহেও সিনেমাটি দর্শক টানছে।

চলতি সপ্তাহে ১৭টি প্রেক্ষাগৃহে চলছে এটি। সব মিলিয়ে বলা যায়, এবারের ঈদে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে অন্য নায়িকাদের তুলনায় বুবলী এগিয়ে আছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শক যখন কাজের প্রশংসা করেন, ভালোবাসা দেন, তখন কাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। মনে হয়, ইন্ডাস্ট্রিতে আমার আরও অনেক কিছু দেয়ার আছে। সেজন্য আরও সচেতন হই। যে কাজগুলো হাতে রয়েছে সেগুলোতে আরও ভালোভাবে কাজ করব। আমার বিশ্বাস দশক আমাকে গ্রহণ করবেন।’এদিকে আগামী কুরবানির ঈদেও বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ নামে একটি সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে। এতে তিনি অভিনেতা মাহফুজের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।

amazing)

About admin

Check Also

সালমা ইসলাম ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি পুনর্নির্বাচিত

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ঢাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *