উত্তরার ভোটেই নির্বাচিত হওয়ার আশা মায়ার 

গাজীপুরে ১২ লাখ ভোটার। তার মধ্যে হিসাব করে দেখেছি, উত্তরায় থাকে আড়াই থেকে তিন লাখ ভোটার। যদি ঠিকমতো ভোটটা দিতে পারি, তাহলে এ ভোট দিয়েই আমরা জয় লাভ করতে পারি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের আহ্বায়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।রাজধানীর উত্তরার জমজম টাওয়ারে বুধবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করে ঢাকা-১৮ আসনের এমপি আলহাজ্ব হাবিব হাসান।মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘টঙ্গী, গাজীপুর, উত্তরা ঢাকার এ পীঠ আর ও পিঠ। খালের এদিক আপনারা, আর ওদিক তারা। আপনাদের প্রত্যকেরই আত্মীয়স্বজন আছে গাজীপুর আর উত্তরায়। আপনাদের (উত্তরাবাসী) সহযোগীতা ছাড়া এ নির্বাচনে পার হওয়াটা কঠিন।’মায়া বলেন,  ‘এই নির্বাচনে একটাই কাজ জয় লাভ করা। কে গেল কে গেল না, বড় কথা না। এই নির্বাচনের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে রয়েছে। পাঁচটি সিটি করপোরেশনের প্রথমটি গাজীপুর সিটি নির্বাচন। প্রথমটি যদি পার হতে পারি, তাহলে বাকি চারটিও পার হয়ে যাব। এই নির্বাচনের পরে ছয় মাসের মাথায় জাতীয় নির্বাচন। ওই নির্বাচনের জয় লাভের এটি একটি সিড়ি। এই সিড়ি যদি পার হতে পারে, তাহলে পুলসিরাত পার হতে পারবে।’আ. লীগের এই নেতা বলেন,  ‘যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা বসে থাকলে হবে না। টঙ্গীতে ঘুরবেন, গাজীপুর ঘুরবেন, কার কোথায় আত্মীয় আছে, বন্ধু-বান্ধব আছে, খুঁজে বের করে তাদের কাছে ভোট চাইবেন। মানুষের কাছে না গেলে এখন ভালো মনে করে না। আগের সেই দিন নাই। আগে মুরব্বি একটা কথা বললে সবাই শুনতো। এখন ছোট বড় সবার কাছেই যেতে হবে।’মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বড় লোক পাজারো গাড়ি ওয়ালার কাছে যে ভোট আছে, তা না। রিকশা ওয়ালার কাছেও ভোট আছে। আমাদেরকে রিকশা ওয়ালা, শ্রমিকদেরকে বন্ধু বানাতে হবে। আমরা গত পাঁচ সাত দিন ধরে কাজ করছি। আমি অত্যন্ত আশাবাদী বিজয়ী আমরা হবে। তবে আশা নিয়ে বসে থাকলে হবে না।’ amazing)

About admin

Check Also

৫২ শতাংশ পেয়ে এগিয়ে এরদোয়ান

দ্বিতীয় দফার নির্বাচনের ভোট গণনায় এগিয়ে আছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *