আসবেন মিলন, স্বস্তিতে পরিচালক

গত বছর বড় আয়োজনে ‘মায়া: দ্য লাভ’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন পরিচালক জসিম উদ্দিন জাকির। তারকাবহুল এ সিনেমায় আছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, জিয়াউল রোশান, বুবলীসহ অনেকে। টানা ৩১ দিন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে ‘মায়া’র ৮০ শতাংশ শুটিং হয়। কিন্তু বাকি শুটিং শেষ করা নিয়ে বেশ বিপাকে পড়েছিলেন সিনেমার পরিচালক ও প্রযোজক।শিল্পীদের শিডিউল না মেলায় দীর্ঘদিন বন্ধ আছে ‘মায়া’র শুটিং। নির্মাতা জানিয়েছেন, অনেক দিন ধরে শিল্পীদের শিডিউল মেলানোর চেষ্টা করছিলেন তিনি। কিন্তু সাইমনের শিডিউল মিললে মেলে না বুবলীর। আবার সাইমন-বুবলী রাজি হলে রোশান থাকেন অন্য সিনেমার শুটিংয়ে। একটা পর্যায়ে সাইমন, বুবলী ও রোশানকে একসঙ্গে পেলেও সময় দিতে পারছিলেন না আনিসুর রহমান মিলন।অনেক দিন ধরেই মিলন আছেন যুক্তরাষ্ট্রে। গত বছরের সেপ্টেম্বরে লস অ্যাঞ্জেলেসে তাঁর স্ত্রী পলি আহমেদ মারা যাওয়ার পর সন্তানের দেখভালের জন্য সেখানেই আছেন তিনি। ফলে দেশে আসা সম্ভব হচ্ছিল না তাঁর। এদিকে মিলনকে না পেয়ে ‘মায়া: দ্য লাভ’-এর শুটিং শেষ করতে পারছিলেন না পরিচালক জসিম উদ্দিন জাকির। গতকাল জাকির জানালেন, অবশেষে মিলন দেশে ফেরার সময় বের করতে পেরেছেন। আগামী জুন-জুলাই মাসের যেকোনো সময় সিনেমার অন্যান্য শিল্পীর শিডিউলের সঙ্গে মিলিয়ে দেশে এসে ‘মায়া’র শুটিংয়ে অংশ নেবেন। মিলনের এ আশ্বাসে স্বস্তি পেয়েছেন পরিচালক।পরিচালক জাকির বলেন, ‘এ মাসের ২৭ তারিখ থেকে টানা সাত দিন মিলন ভাই ছাড়া যে কাজগুলো আছে, সেগুলো শেষ করব। সবার শিডিউল কনফার্ম করা হয়েছে। এই সাত দিন কাজ করলে শুধু মিলন ভাইয়ের তিন-চারটি দৃশ্য এবং তাঁর একটি গানের কাজ বাকি থাকবে। সেটা জুলাইতে যদি শেষ করতে পারি, তাহলেই সিনেমার পুরো কাজ শেষ হয়ে যাবে। সিনেমাটিতে মাল্টিকাস্টিং থাকায় কাজ কিছুটা দীর্ঘায়িত হয়েছে। সব শিল্পীরই ব্যস্ততা থাকে। অবশেষে সবাইকে একসঙ্গে করতে পেরেছি। আশা করছি ভালোভাবে সিনেমাটির কাজ শেষ করতে পারব।’আনিসুর রহমান মিলন, সাইমন, বুবলী, রোশান ছাড়াও ‘মায়া: দ্য লাভ’ সিনেমায় অভিনয় করেছেন কাজী হায়াৎ, চিকন আলী, রাশেদা, রেবেকা রউফ, শিউলী, শম্পা নিজাম, সোহেল রশিদ, ববি, জ্যাকি আলমগীর, বাদল, অরিন, ইভা, আকলিমা আঁখি, সীমান্ত প্রমুখ। awesome)

About admin

Check Also

https://www.ajkerpatrika.com/277196/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0

amazing)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *