আমিরাতে এশিয়া কাপ খেলতে আপত্তি বিসিবির

ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে খেলতে না যাওয়ার ঘটনা বেশ পুরোনো। তাই ভারতকে নিয়ে এশিয়া কাপ খেলতে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এমন প্রস্তাব ‘না’ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিসিবির হাইব্রিড মডেলে আগ্রহ দেখায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও।পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে। যা হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতে খেলতে রাজি না বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে আবহাওয়া। এবারও এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বরে। যেখানে সেপ্টেম্বরে আমিরাতে থাকে প্রচণ্ড গরম। এর আগে ওয়ানডে সংস্করণের ২০১৮ এশিয়া কাপ হয়েছিল ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর।তবে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছে না বিসিবি। এ মুহূর্তে ইংল্যান্ডে থাকা বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বলছেন, ‘এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও তার সদস্য বোর্ডগুলোর ব্যাপারে। এটি নিয়ে কোনো মন্তব্য করতে পারব না।’ amazing)

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *