৩৩ জন লোক নেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটিতে ‘ল্যাব সহকারী’ ও ‘ল্যাব অ্যাটেনডেন্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।পদের নাম: ল্যাব সহকারী।পদের সংখ্যা: ১৫।বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড ১৪)।শিক্ষাগত যোগ্যতা: রসায়নে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট।পদের সংখ্যা: ১৫।বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)।শিক্ষাগত যোগ্যতা: অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।বয়স: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এ ছাড়া ২০২০ সালের ২৫ মার্চ কোনো প্রার্থীর বয়স সর্বোচ্চ সীমার মধ্যে থাকলে তিনি/তাঁরাও আবেদন করতে পারবেন।আবেদনের প্রক্রিয়া: পরীক্ষায় অংশগ্রহণে-ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদন ফি: অনলাইনে আবেদন ফরম পূরণ করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে। ল্যাব সহকারী পদের ক্ষেত্রে আবেদন ফি ২০০ এবং ল্যাব অ্যাটেনডেন্ট পদের জন্য ১০০ টাকা।আবেদনের সময়সীমা: ১০ মে সকাল ১০টা থেকে ৪ জুন বিকেল ৫টা পর্যন্ত।সূত্র: বিজ্ঞপ্তি amazing)

About admin

Check Also

আটকে গেছে বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা বিদেশি এয়ারলাইনসগুলোর ২১ কোটি ৪১ লাখ ডলার অর্থ আটকা পড়েছে। বাংলাদেশি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *