রাজধানীতে যেসব এলাকায় বুধবার গ্যাস থাকবে না তিন ঘণ্টা

পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বুধবার তিন ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর মগবাজার, মালিবাগসহ আশপাশের এলাকায়। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য ১০ মে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট তিন ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া ওই সময় নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এদিকে একদিন বন্ধ রাখার পর রাজধানীর মিরপুরের রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ে গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ এই গ্যাস সরবরাহ শুরু হয়। তবে এই সংযোগ ফিরে পেতে ওই এলাকায় অবস্থিত ১৮টি কারখানা বন্ধের শর্ত মেনে নেন এলাকাবাসী।

এর আগে সোমবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানের অংশ হিসেবে মিরপুরের রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ের পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস।

তিতাস জানায়, ইস্টার্ন হাউজিংয়ের ডি ব্লক থেকে কে ব্লক এবং আলোকদি এলাকায় ১৮টি কারখানা চলছিল অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে। বারবার অভিযান চালিয়েও এসব সংযোগ বিচ্ছিন্ন করা যাচ্ছিল না। ইস্টার্ন হাউজিংয়ের এসব কারখানায় ছয় থেকে সাতবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু পরে আবার তারা সংযোগ নিয়ে নেয়। এইভাবে বারবার অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বন্ধ করতে না পেরে পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। এতে অবৈধ সংযোগ নেওয়া গ্রাহকদের পাশাপাশি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় বৈধ গ্রাহকদেরও। মঙ্গলবার সারাদিনই বন্ধ ছিল গ্যাস সরবরাহ। এতে ভোগান্তিতে পড়েন বৈধ গ্রাহকরা। 

সংযোগ বন্ধের অভিযানে অংশ নেওয়া তিতাসের ব্যবস্থাপক মো. শাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, এই এলাকায় প্রচুর অবৈধ সংযোগ রয়েছে। প্রচুর গ্যাস চুরি হচ্ছিল। তাই সোমবার পুরো এলাকায় গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু ১৮টি কারখানা একেবারে বন্ধের শর্তে আমরা আবার গ্যাস সরবরাহ শুরু করেছি।
awesome)

About admin

Check Also

মেসির পর এবার পিএসজি ছাড়ছেন রামোস

চলতি মৌসুম শেষে একাধিক তারকা ফুটবলার হারাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। লিওনেল মেসির ক্লাব ছাড়ার বিষয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *