যাত্রাবাড়ীতে বাসচাপায় নিহত ১

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় যাত্রীবাহী বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। যার বয়স আনুমানিক ৫০ বছর। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় যাত্রাবাড়ী থানা–পুলিশ।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তায় রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় তুরাগ সিটি সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এসআই আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চালককে আটক করা হয়। এবং বাসটি (ঢাকা মেট্রো-ব, ১৩-০৩৭৮) জব্দ করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। awesome)

About admin

Check Also

টিভিতে আজকের খেলা (৩ জুন ২০২৩, শনিবার) 

এফএ কাপের ফাইনালে আজ খেলবে ম্যানচেস্টার সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ ওয়ানে রাতে মুখোমুখি হবে পিএসজি-ক্লেঁরম ফুত। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *