যতই প্রেম করুন দুঃখই পাবেন- কারণ জানালেন সামান্থা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু প্রায় ১০ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেন। চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বছর দেড়েক আগে। এখনো চলছে তাদের নিয়ে চর্চা। তবে এই জুটি প্রেমজীবন নিয়ে যতটা আলোচনায় ছিলেন, তার থেকে বেশি আলোচনায় আছেন বিবাহ বিচ্ছেদ ঘিরে। তবে নাগা চৈতন্যকে নিয়ে অভিমান প্রকাশ করেছেন সামান্থা।

সম্প্রতি শোভিতার সঙ্গে নাগার সম্পর্ক নিয়ে সামান্থাকে জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানে বলেছিলেন, আমার এতে একেবারেই কিছু যায়-আসে না। কে কার সঙ্গে প্রেম করল, তাতে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি শুধু এটুকুই বলতে পারি, যারা ভালবাসার মর্ম বোঝেন না, তারা ভবিষ্যতে দুঃখই পাবেন। সে যতজনের সঙ্গে প্রেমই করুন না কেন!

সামান্থা আরও বলেন, ও যদি নিজের আচরণ শুধরাতে পারে, আর মেয়েটিকে যদি দুঃখ না দেয়, তা হলেই ভাল। নাম উল্লেখ না করলেও পরোক্ষভাবে যে নাগা চৈতন্যকে এই মন্তব্য করেছেন সামান্থা, তা বেশ স্পষ্ট।

amazing)

About admin

Check Also

যমুনা টেলিভিশনের প্রতিনিধির ওপর হামলা, যুবলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় যমুনা টেলিভিশনের প্রতিবেদক আমিনুল ইসলামকে মারধরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *