মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সিএইচটি বাংলাদেশের ফ্যাক্টরি উদ্বোধন

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর মালিকানাধীন মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড)-এ, বহুজাতিক বিশেষায়িত কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএইচটি জার্মানি জিএমবিএইচ-এর অঙ্গপ্রতিষ্ঠান সিএইচটি বাংলাদেশ প্রাইভেট লি.-এর ফ্যাক্টরির শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

মঙ্গলবার আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী সদস্য (অ্যাডিশনাল সেক্রেটারি) মো. আলী আহসান, এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর ডিরেক্টর তানজিমা বিনতে মোস্তফা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা/পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. ফ্র্যাংক নওম্যান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএইচটি গ্রুপ-এর সিএফও অ্যাক্সেল ব্রিটলিং, সিএইচটি গ্রুপ-এর সিটিও ড. বার্নহার্ড হেটিচ এবং (সিএইচটি সুইজারল্যান্ড এজি) ম্যানেজিং ডিরেক্টর/গ্রুপ ভাইস প্রেসিডেন্ট (টেক্সটাইল) জনাব বেনোয়া মুটল্ট।

বাংলাদেশে সরকার কর্তৃক প্রথম প্রাইভেট ইকোনমিক জোন-এর লাইসেন্স-প্রাপ্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিআই-এর বর্তমানে মেঘনা ইকোনমিক জোন (এমইজেড), মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) এবং কুমিল্লা ইকোনমিক জোন (সিইজেড) নামে ৩টি ইকোনমিক জোন রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নারায়ণগঞ্জের সোনারগাঁও-এ অবস্থিত এমআইইজেড হচ্ছে এমজিআই-এর স্থাপন করা দ্বিতীয় ইকোনমিক জোন। এমআইইজেড-এ অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, চীন, নরওয়ে, সুইজারল্যান্ড ও ভারতের বিনিয়োগকারী কর্তৃক মোট ১১টি বিদেশী প্রতিষ্ঠান সহ মোট ২২টি শিল্প ইতিমধ্যে স্থাপিত হয়েছে।

amazing)

About admin

Check Also

যমুনা টেলিভিশনের প্রতিনিধির ওপর হামলা, যুবলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় যমুনা টেলিভিশনের প্রতিবেদক আমিনুল ইসলামকে মারধরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *