মাছের ঘেরে ডুবে দুই বোনের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে মাছের ঘেরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।নিহতেরা হলেন, শ্রীরামপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে তানিশা (১২) ও তার ভাই জসীম উদ্দিন মেয়ে তানহা (১২)। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।স্থানীয়দের বরাত দিয়ে নাঙ্গলকোট থানার পরিদর্শক কানন চৌধুরী জানান, দুপুর পৌনে ১২টার বাড়ির পাশে একটি মাছের ঘেরে ৮ কিশোরী গোসলে নামে। একপর্যায়ে তানিশা ও তানহা পানিতে তলিয়ে যায়। এ সময় সহপাঠীরা চিৎকার করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতদের স্বজনদের কোনো অভিযোগ থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা। awesome)

About admin

Check Also

হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা ইয়াহইয়া মারা গেছেন 

হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *