মদ খেয়ে বেশিরভাগ মানুষই প্রলাপ বকেই মাতলামির পাট চুকে ফেলেন। কিন্তু ভারতে এক যুবক মধ্যরাতে মদ খেয়ে মাতালামি দেখিয়েছেন ছুটন্ত ষাঁড়ের পিঠে উঠে। তাঁর ষাঁড় আরোহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগে ভাইরাল হওয়া ওই ভিডিওটি উত্তরাখণ্ড রাজ্যর তপোবন এলাকার।মাঝরাতে পশুর সঙ্গে এমন কাজ করায় ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরাখণ্ড রাজ্য পুলিশ এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে। ওই যুবককে ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে সতর্ক করা হয়েছে।মদ্যপ যুবকটি একটি ভাইরাল ভিডিও তৈরির জন্য এই কাজ করেছিলেন। এ ঘটনা শুধু মধ্যরাতে বিশৃঙ্খলা সৃষ্টি করেনি; এটি প্রাণী অধিকার লঙ্ঘনও বটে।ওই ঘটনার বর্ণনা দিয়ে উত্তরাখণ্ড পুলিশ এক টুইট বার্তায় লিখেছে, ৫ মে গভীর রাতে ঋষিকেশের তপোবনে এক মাতাল যুবক ষাঁড়ে উঠে ভিডিওটি ধারণের বিষয়টি আমলে নেওয়া হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পশুদের সঙ্গে এমন আচরণ না করার জন্য সতর্ক করা হয়েছে।যদিও অনেক লোক ভিডিওটি দেখে হতবাক হয়েছিল এবং অনুপযুক্ত ভেবেছিল। অন্যরা আবার এটিকে জাল্লিকাট্টুর সঙ্গে তুলনা করে দাবি করেছেন যে ওই যুবক এমন কিছু করেনি যা আইনি পদক্ষেপের যোগ্য।জাল্লিকাট্টু তামিলনাড়ুর এমন একটি উৎসব যেখানে একটি ষাঁড়কে ভিড়ের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং প্রত্যেকে ষাঁড়ের বিশাল কুঁজ ধরে আরোহণের চেষ্টা করে। awesome)
Check Also
অন্তর্ভুক্তিমূলক নাকি আরও কঠোরতার পথে তুরস্ক
টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এরই …