বিক্ষোভে উত্তাল পাকিস্তান, সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণ আরোপ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর দেশব্যাপী বিক্ষোভ শুরু করেছে তাঁর দল তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) কর্মী সমর্থকেরা। এরই মধ্যে রাজধানী ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার ও করাচিতে সহিংস বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। মুলতান ও কোয়েটা থেকেও বিক্ষোভের ছবি ভিডিও আসছে।পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবর অনুযায়ী, পাকিস্তানজুড়ে ইন্টারনেটে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। টুইটার, ফেসবুক এবং ইউটিউবের সীমিত পরিষেবা চালু রাখা হয়েছে। করাচিতে পিটিআই সমর্থকদের বিক্ষোভ থেকে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে একদল লোক। লাহোরে সেনা কমান্ডারের বাসভবনের সামনে জড়ো হয়েছে পিটিইআইয়ের শত শত কর্মী সমর্থক। রাষ্ট্রীয় পরিবহন পরিষেবা রেড লাইনের একটি বাস ভাঙচুর করা হয়েছে।পেশোয়ারে প্যারা মিলিটারি বাহিনীর সদর দপ্তরের বাইরে জড়ো হয়েছেন পিটিআইয়ের কর্মী সমর্থকেরা। পেশোয়ারের ডেপুটি কমিশনার শাহ ফাহাদ জানিয়েছেন, ইমরান খান গ্রেপ্তার হওয়ার পরপরই পেশোয়ারে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা ভাঙনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, রাজধানী শহরে বিক্ষোভের সময় পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সেই সঙ্গে ৪৩ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।  হায়দরাবাদে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেডে আগুন দিয়েছে। ইমরান খান গ্রেপ্তারের পর পরই পিটিআই কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে আসেন। সিন্ধু প্রদেশের গভর্নরের মুখপাত্র মুর্তজা ওয়াহাব অভিযোগ করেছেন, পিটিআই সমর্থকেরা করাচিতে পানি ও পয়োনিষ্কাশন বোর্ডের গাড়িতে আগুন দিয়েছে। তিনি পুড়তে থাকা একটি গাড়ির ভিডিও টুইটারে শেয়ার করেছেন। পিটিআই দাবি করছে, দলের সিন্ধু শাখার প্রেসিডেন্ট আলী হায়দার জাইদিকে অপহরণ করা হয়েছে। দক্ষিণের এসএসপি আসাদ রাজা ডনকে জানিয়েছেন, করাচিতে পিটিআইয়ের ২৩ কর্মী সমর্থককে আটক করা হয়েছে। তবে তাঁদের মধ্যে জাইদিও আছেন কি না তা তিনি নিশ্চিত করেননি। Great)

About admin

Check Also

https://www.ajkerpatrika.com/277196/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0

amazing)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *