ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের অস্থিতিশীলতা ও সহিংসতা চায় না। ঢাকায় ইউরোপের ২৭ জাতির এই জোটের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।এই নির্বাচনের পরিবেশ নিয়ে জোটটি বিবদমান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের মধ্যস্থতাও করবে না বলে তিনি জানান।একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকায় ডেনমার্ক, ইতালি, ফ্রান্স নেদারল্যান্ডস, সুইডেন, জার্মানি ও স্পেনের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।নির্বাচনের আগের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইইউ আগামী জুলাই মাসে একটি স্বাধীন বিশেষজ্ঞ দল পাঠাবে জানিয়ে চার্লস হোয়াইটলি বলেন, ‘এই বিশেষজ্ঞ দল পরিস্থিতি মূল্যায়ন করে তাদের মতামত ইইউ হাই রিপ্রেজেনটেটিভ জোসেফ বোরেলের কাছে জমা দেবে। তিনিই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে নির্বাচনের সময়ে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না।’নির্বাচন কমিশন থেকে ইইউর পর্যবেক্ষক চেয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান। ইইউ পর্যবেক্ষক দল পাঠাতে প্রস্তুত বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।জোসেফ বোরেলের আগের করা একটি মন্তব্য উদ্ধৃত করে রাষ্ট্রদূত বলেন, ইইউ পর্যবেক্ষক তখনই পাঠানো হবে—যখন নির্বাচন অংশগ্রহণমূলক হবে।বিশেষজ্ঞ দল আসাকে প্রথম ধাপ হিসেবে বর্ণনা করে রাষ্ট্রদূত বলেন, কোনো বিশেষ দল নির্বাচনে অংশ নেওয়ার ওপর পর্যবেক্ষক পাঠানো নির্ভর করবে কি করবে না, তা এখনি বলা যাচ্ছে না।নির্বাচন নিয়ে ইইউ সব দলের সঙ্গেই কথা বলা অব্যাহত রাখবে বলে তিনি জানান। amazing)
Check Also
বিএনপি কি এক দফার আন্দোলনের পথে!
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক দফার আন্দোলন শুরু করতে পারে—এমন একটি আলোচনা দলটির নীতিনির্ধারক পর্যায়ে …