ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযান

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেশ কয়েকটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদক সমন্বিত ফরিদপুর জেলা কার্যালয়ের একটি টিম আজ মঙ্গলবার সকাল থেকে এই অভিযান চালায়।দুদক সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেলের অনিয়ম নিয়ে দুদকে বেশ কিছু অভিযোগ আসে। এর মধ্যে উল্লেখযোগ্য আউট সোর্সিং—এ নিয়োগ দেওয়ার কথা বলে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা করে ঘুষ নেওয়া, যাঁর মূল হোতা বিরাজ উদ্দিন হোসেন নামের হাসপাতালের এক ওয়ার্ড মাস্টার। হাসপাতালে ট্রলি বাণিজ্য, বেসরকারি ক্লিনিকে টেস্ট বাণিজ্য, ময়নাতদন্তে লাশ ছাড়তে টাকা নেওয়া, সঠিক মানের খাবার পরিবেশন না করাসহ বেশ কয়েকটি অভিযোগ আমলে নিয়ে এর আগে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। এ ধারাবাহিকতায় আজ অভিযান চালানো হয়।দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, ‘আমরা উল্লেখিত অভিযোগের সত্যতা পেয়েছি। হাসপাতালের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সেবা দেওয়ার মান অসন্তোষজনক। এখানে বিনা বেতনে ৯০ জন স্টাফ আছে, যারা রোগীদের জিম্মি করে অর্থ আদায় করে।’জাকির হোসেন আরও বলেন, ‘আউটসোর্সিংয়ে নিয়োগে অর্থ লেনদেনের সত্যতা মিলেছে। অভিযানের প্রতিবেদন আমরা কমিশনে জমা দেব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম চালানো হবে।’ awesome)

About admin

Check Also

https://www.ajkerpatrika.com/277196/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0

amazing)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *