পলাশবাড়ীতে খেলতে গিয়ে নিখোঁজ ৪ বছরের শিশু, কাতর মা

খেলতে গিয়ে নিখোঁজের চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের সৌদিপ্রবাসী তাহারুল ব্যাপারীর চার বছরের ছেলে বায়োজিদের। এতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।আজ মঙ্গলবার দুপুরে বায়োজিদের সন্ধানে পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা রায়হানা বেগম। এর আগে গতকাল সোমবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।এদিকে শিশু বায়োজিদকে ফিরে পেতে তালুক ঘোড়াবান্দা গ্রামসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে। শিশু বায়োজিদকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। এমন ছোট শিশুর নিখোঁজ হওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবারসহ এলাকাবাসী। মা রায়হানা বেগমও ছেলে হারানোর শোকে কাতর হয়ে বারবার মূর্ছা যাচ্ছেন।পরিবার জানিয়েছে, গতকাল বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু বায়োজিদ। এরপর সে আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি গতকালকেই হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়েছে। পরে রাতে পুলিশ এসে সম্ভাব্য স্থানগুলোতে খুঁজে দেখে। আজ এ ঘটনায় দুপুরে গিয়ে পলাশবাড়ী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।নিখোঁজ বায়োজিদের মা রায়হানা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘বায়োজিদ প্রতিদিনই বাড়ির পাশে খেলতে যেত। আবার কিছুক্ষণ পর ফিরে আসত। কিন্ত গতকাল আর ফেরেনি। ২৪ ঘণ্টা পার হলেও আমার বায়োজিদের কোনো সন্ধান পাইনি আমরা। দুশ্চিন্তায় আমাদের সবার খাওয়া-দাওয়া বন্ধ হয়েছে। আত্মীয়স্বজন সবাই বিভিন্নভাবে তার খোঁজ করছে। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না।’এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, গতকালই আমরা শিশু নিখোঁজের বিষয়টি আমরা শুনেছি। আজ নিখোঁজ ডায়েরি পেয়েছি। শিশু বায়োজিদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে। awesome)

About admin

Check Also

https://www.ajkerpatrika.com/277196/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0

amazing)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *