নাটোরে আমের নায্য মূল্য থেকে বঞ্চিত চাষি

নাটোর জেলায় ২০২২-২৩ মৌসুমের গাছ থেকে নিরাপদ আম সংগ্রহ কার্যক্রম ১৫ মে থেকে শুরু হবে। টানা তিন মাস চলবে এ কার্যক্রম। আঁটি আম দিয়ে শুরু হওয়া এ কার্যক্রম ১৫ আগস্ট গৌরমতি আম পাড়ার মধ্য দিয়ে শেষ হবে। এবার নাটোরের সাত উপজেলার পাঁচ হাজার ৭৪৭ হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। এবারও গত বছরের মতোই ৭৯ হাজার ৭৬৭ টন আম উৎপাদন হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গড়ে এক হাজার ২০০ টাকা মন হিসাবে যার বাজারমূল্য প্রায় ২৩৯ কোটি টাকা। জেলার বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ীর আম চাষি আবু হেনা মোস্তফা কামাল বলেন, দীর্ঘদিন থেকে তিনি তার ৪০ বিঘা জমিতে ২৭ প্রকার আম চাষ করছেন। তার দাবি এ ৪০ বিঘা জমিতে অন্য ফসল করলে তিনি বেশি লাভবান হতেন। আম চাষ করে তার কোনো লাভ হচ্ছে না। অল্প সময়ের মধ্যে সব আম পেকে যাওয়ায় কৃষক উপযুক্ত মূল্য পান না বলে তিনি মনে করেন।

আহম্মদপুরের আম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আড়তদার ও আম চাষি কামরুজ্জামান রউফ ও সদরের একডালা এলাকার আমচাষি আব্দুর রহিম বলেন, এবার সঠিক সময়ে আম পাড়া শুরু হবে। এসব আম ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে সরবরাহ করার জন্য তারা বিশেষ ট্রেন সার্ভিস চালুর দাবি জানান। জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বিশেষ ট্রেন সার্ভিস চালুর জন্য গুরুত্ব দিয়ে রেল মন্ত্রণালয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ গাছ থেকে নিরাপদ আম সংগ্রহ কার্যক্রমের তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন।

আঁটি আম : ১৫ মে

গোপালভোগ : ২০ মে

রানীপছন্দ ও লক্ষণভোগ : ২৫ মে

ক্ষীরসাপাত : ৩০ মে

ল্যাংড়া : ১০ জুন

মোহনভোগ ও আম্রপালি : ২০ জুন

ফজলি ও হাঁড়িভাঙ্গা : ২৫ জুন

মল্লিকা : ৫ জুলাই

বারি-৪ : ১০ জুলাই

আশ্বিনা : ২০ জুলাই

গৌরমতী : ১৫ আগস্ট

amazing)

About admin

Check Also

ভারতে ট্রেন দুর্ঘটনা: বিপাকে পড়েছেন বাংলাদেশি জ্যোৎস্না

ভারতের উড়িষ্যার বালেশ্বরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ২৮৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *