খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রহমান খানকে খুলনা জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত।
ধর্ষণ মামলায় সোমবার বিকাল ৪টার দিকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস সালাম খান তার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই মামলায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ার রোববার জামিন পেয়েছেন।
জানা গেছে, গত ১৩ মার্চ বিশ্বব্যিালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খানের বিরুদ্ধে ধর্ষণ এবং বর্তমান রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা করা হয়। মামলাটি করেন সাবেক উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএ)। এই মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন শহীদুর। জামিনের মেয়াদ শেষ হলে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পন করে পুনরায় আবেদন করেন। সোমবার বিকালে জামিন আবেদন বাতিল করে দিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, উপাচার্যের দায়িত্ব পালন শেষে অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
Great)