কবর খুঁড়ে নবজাতকের কঙ্কাল চুরি!

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর কবরস্থান থেকে তিন দিনের নবজাতকের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যার দিকে কবরস্থান দেখতে এসে নজরে পড়ে নবজাতকের মা শামছুন্নাহার সিমির। এরপর বিষয়টি জানাজানি হয়। সন্তানের কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় তিনি কান্নায় ভেঙে পড়েন।

নবজাতকের মা শামছুন্নাহার সিমি জানান, ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুটি অসুস্থ ছিল। তিনি জীবিত বাচ্চাটিকে দেখেননি। এরপর ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার পথে ওই বছরের ১৯ সেপ্টেম্বর শিশুটি মারা যায়। প্রায়ই তিনি সন্তানের কবর দেখতে আসেন। সোমবার বিকেলে এসে দেখতে পান কবর খুঁড়ে রাখা হয়েছে। কবরের বাঁশগুলো একপাশে রেখে দেওয়া হয়েছে।

নবজাতকের বাবা জুবায়ের হোসেন জানান, জন্মের তিনদিন পর তার শিশু সন্তান মিরাজ আল মুহিদ মারা যায়। এরপর কালীগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়। তিনি এখন ঢাকাতে অবস্থান করছেন। বিষয়টি জানার পর তিনি কালীগঞ্জ পৌরসভার মেয়রসহ অনেকের জানিয়েছেন। যারা এই ঘৃণিত কাজ করেছে তাদেরকে শাস্তির দাবি জানান তিনি।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এটি খুব দুঃখজনক ঘটনা। আগামীতে যেন এমন কোন ঘটনা না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ নেব।

awesome)

About admin

Check Also

যমুনা টেলিভিশনের প্রতিনিধির ওপর হামলা, যুবলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় যমুনা টেলিভিশনের প্রতিবেদক আমিনুল ইসলামকে মারধরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *