আরও ৩ মামলায় মামুনুল হকের জামিন, বাকী আরও ২১ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় দায়ের করা তিন মামলায় হেফাজতে ইসলামের সাবেক নেতা মাওলানা মামুনুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ জামিন দেন।এর আগে গত ৩ মে ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা পাঁচ মামলায় জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ দুই মামলায় জামিন স্থগিত চাইলেও আপিল বিভাগের চেম্বার আদালত ৭ মে তা বহাল রাখেন।জানা গেছে, মামুনুল হকের বিরুদ্ধে মোট ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে আগে ১২টি মামলায় গ্রেপ্তারের আগেই জামিন পেয়েছিলেন। এখন দুই দফায় ৮ টিতে জামিন পেলেন তিনি। তবে মামুনুল হকের কারামুক্তির জন্য বাকি ২১ মামলায় জামিন প্রয়োজন। ২০২১ সালের ১৮ এপ্রিল মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।মামুনুল হকের বিরুদ্ধে করা ৪১টি মামলার মধ্যে মতিঝিল থানায় ৪ টি, পল্টন থানায় ৯ টি, নারায়নগঞ্জের সোনারগাঁও থানায় ৩ টি, সিদ্ধিরগঞ্জে ৩ টি, চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় ৮ টি, খুলনার সোনাডাঙ্গা থানায় ১ টি, কুমিল্লার চান্দিনা থানায় ১ টি, রাজধানীর ভাটার থানায় ১ টি, মোহাম্মদ থানায় ১ টি, দারুস সালাম থানায় ৫টি ও মিরপুর মডেল থানায় ৩ টি। এছাড়া তাঁর বিরুদ্ধে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালেও দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১২ সালে ৪ টি, ১৩ সালে ১৪ টি, ১৫ সালে ২ টি, ২০ সালে ১টি এবং ২১ সালে ২০টি মামলা দায়ের করা হয় মামুনুল হকের বিরুদ্ধে। awesome)

About admin

Check Also

ফেনীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ফেনীতে ট্রেনের ধাক্কায় হোসেন আরা বেগম (৬২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *